আজ
|| ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৪
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন তিনি।
এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে উপস্থিত। একযুগ ধরে এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে তিনি সুযোগ পেয়েছেন। আমরা গর্বিত, তাকে আমরা এই সুযোগ দিতে পেরেছি।
এসময় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন, সেইসাথে অনুষ্ঠানে যোগ দেবার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
বক্তব্য শেষ হলে খালেদা জিয়ার সাথে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। বেশ কিছুক্ষণ তাদের আলাপ করতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১২ সালে সবশেষ সেনাকুঞ্জে এসেছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। ২০১৮ সালের পর এই প্রথম তাকে জনসমক্ষে দেখা গেল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.