আজ
|| ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করবো: সিইসি
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৪
গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেয়া নতুন কমিশনের দায়িত্ব। আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করবো— এমন মন্তব্য করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে যমুনা টেলেভিশনের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে। নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ আসবে। সেসব মোকাবেলা করে কাজ করতে হবে। এ সময় নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল থাকলেও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে সকল রাজনৈতিক দলগুলো এক। এটি বড় সম্পদ। আগে এমনটা ছিল না।
ভোটার তালিকা হালনাগাদ বিশাল চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক সংস্কার শেষ করতে হবে। সংস্কার কমিশন যত তাড়াতাড়ি রিপোর্ট দিবে তত নির্বাচনের কাজ এগিয়ে নেয়া যাবে। কোথায় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হবে। সংস্কার কমিশনের রিপোর্ট থেকে পরামর্শ আসবে। সবাই মিলে সব সংকট সমাধান করবো।
তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এ সময় কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.