আজ শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ খ্রিস্টাব্দ

যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা এবং আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে, সেগুলো চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া হয়েছে, কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে। গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল, তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সের প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল, সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার। যেসব মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী বলেছে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন ন্যারেটিভে তারা এ শব্দ উল্লেখ করেছে।

তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করল, তারা কারা। মিডিয়া কাদের ওপর দোষ চাপাল এগুলোও দেখা উচিত। এছাড়া গত ১৬ বছরে গুম, খুন নিয়ে কী ধরনের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে।

Exit mobile version