সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৩৯ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করা হয়। বুধবার (২০ নভেম্বর) সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা চেকপোষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী।
আটককৃতরা হলেন, কুমিল্লার কোতোয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে সুজন (২১), মাদারীপুরের মাদারীপুর সদর থানার জাফরাদ গ্রামের টুটুল মাদবরের ছেলে আব্দুল করিম (৫৫), ফরিদপুরের সদরপুর থানার নিয়াজখালী গ্রামের মৃত মাহতাব উদ্দিনের মেয়ে মাজেদা বেগম ও ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধুবগ্রামের মৃত জামাল হোসেনের মেয়ে সানজিদা বেগম।
পুলিশ জানায়, মেঘনা টোল প্লাজা চেকপোষ্টে এক পুলিশি অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ জন নারী ও ২ জন পুরুষকে আট করা হয়েছে। তাদের কাছে থেকে ৬ কেজি গাঁজা ও ৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃদের আদালতে প্রেরণ করা হয়েছে।