নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রেন্ডস নামে সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ব্যবসায়ী রিপন মিয়া জানান, তার উপজেলার যাত্রামুড়া এলাকায় ফ্রেন্ডস নামে একটি সুতা তৈরির কারখানা রয়েছে। তার পাশে উজ্জল নামে এক ব্যক্তির তুলার গোডাউন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই উজ্জলের তুলার গোডাউনে আগুন লেগে যায়। পরে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে রিপন মিয়ার সুতা কারখানা ছড়িয়ে পড়ে।
এ সময় কারখানায় থাকা ৩ টন সুতা ও মেশিনারিজসহ সকল যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে সাড়ে ৭টার দিকে কাচঁপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও ইউনূস পেপার মিলের ফায়ার সার্ভিসের ১টি ইউনিট মিলে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে পুড়ে রিপন মিয়ার প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, কাচঁপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিভিয়ে ফেলেছে। পরে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com