বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৪ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এবং পুলিশ সদর দপ্তরের জারি করা দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে ঢাকা জেলার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহীর এসপির দায়িত্ব পালন করে আসা মো. আনিসুজ্জামানকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ঢাকা জেলার নতুন এসপি ছাড়াও গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খানকে কুমিল্লার এসপি এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে এসবিতে পদায়ন করা হয়েছে। অপরদিকে পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এএসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এ প্রজ্ঞাপনে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।