আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
লালন মেলা বন্ধ করতে হেফাজত নেতার হুমকি
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের চর নরসিংপুরে আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিতব্য লালন মেলা বন্ধের হুমকি দিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল। এ নিয়ে লালন ভক্তদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা বলছেন, মাওলানা আব্দুল আউয়াল পলাতক গডফাদার শামীম ওসমানের দোসর। এখন বেকায়দায় থাকা আউয়াল নিজের অবস্থান সংহত করতে ও আলোচনায় আসতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে লালন মেলা বন্ধের হুমকি দিচ্ছেন।
কাশিপুর ইউনিয়নের চর নরসিংপুর গ্রাম নারায়ণগঞ্জ শহর থেকে বেশ দূরে। এ গ্রামে প্রতিষ্ঠিত ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি’ লালন মেলার আয়োজন করছে। এক দশক আগে লালনভক্ত ফকির শাহজালাল এর প্রতিষ্ঠা করেন। গায়ে সাদা কাপড় মাথায় কালো জটাধারী তরুণ ফকির শাহজালাল বলেন, তাঁর পৈতৃক সম্পত্তিতে সাঁইজির এ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। সাত বছর ধরে সাধুসঙ্গ ও লালন মেলার আয়োজন করছেন। আগে কখনও মেলা আয়োজনে কেউ কোনো হুমকি দেয়নি। এবার অনুষ্ঠানের সমস্ত কাজ শেষ হওয়ার পর তৌহিদি জনতার নামে কিছু লোক বলছে অনুষ্ঠান হতে দেবে না। তারা লালনভক্তদের হত্যা, মারধরেরও হুমকি দিচ্ছে। প্রতি বছর সাত ও আট অগ্রহায়ণ বা ২২ ও ২৩ নভেম্বর এ মেলা হয়।
ফকির শাহজালাল আরও বলেন, গত শুক্রবার মধ্য নরসিংপুর বায়তুস সালাহ জামে মসজিদের ইমাম মুফতি কাইয়ুম, তাঁর সহযোগী বিলাল, শুক্কুর, মনির, নুর আলম ও সাইফুল মাওলানা আব্দুল আউয়ালকে এনে ঈদগাহে একটি সমাবেশ করেন। সেখান থেকে লালন মেলা বন্ধ করার হুমকি দেওয়া হয়। পরে তারা গ্রামের শতাধিক মানুষকে নিয়ে একটি মিছিল বের করে। ওইদিনই তারা আশ্রমে হামলার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকায় তারা হামলা করেনি।
গত শুক্রবার এ গ্রামে হেফাজত নেতা আউয়াল যে সমাবেশ করেন, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এই ভিডিওতে আউয়াল বলেন, ‘প্রয়োজনে তৌহিদি জনতা সবাইকে নিয়ে আমরা সামনে বাড়ব, কী করে এটি (লালন মেলা) বন্ধ করা যায়, সেটি আমরা দেখব। এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনকে বলব, যা কিছু এখানে হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, মাওলানা আব্দুল আউয়াল খুনি, গডফাদার শামীম ওসমানের দোসর ছিলেন। গণঅভ্যুত্থানের পর ওসমান পরিবারের সহযোগী হওয়ায় মাওলানা আউয়াল বেকায়দায় আছেন। তাই আউয়াল নিজের অবস্থান সংহত করতে ও আলোচনায় আসতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে লালন মেলা বন্ধের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে মাওলানা আব্দুল আউয়াল বলেন, লালন মেলায় গানবাজনা হয়, অশ্লীল কাজ হয়, তাই বাধার ঘোষণা দিয়েছেন। মেলার দিন তাদের কর্মসূচি থাকবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে তারা দুই পক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.