আজ
|| ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ: ৫ ঘণ্টা পর রাস্তা ছাড়ল আন্দোলনকারীরা
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৪
সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনকারীরা প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর রাস্তা ছেড়েছেন। তাতে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শহরের হোটেল-মোটেলজোনের কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নেন। এ সময় তারা সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। কাপনের কাপড় পড়ে অনেকে রাস্তায় শুয়ে থাকেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়লে কক্সবাজার শহর কার্যত অচল হয়ে পড়েছে।
এর মধ্যে দুপুরে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যান। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে প্রায় ঘণ্টাখানেক আলোচনার প্রেক্ষিতে বিকেল ৪টায় রাস্তা ছেড়ে যান।
আন্দোলনকারীরা বলছেন, তারা তাদের দাবি বা আন্দোলন প্রত্যাকার করেনি। পর্যটকদের কথা বিবেচনা করে সাময়িক স্থগিত করা হয়েছে। আর প্রশাসন থেকে তাদের সাথে কথা বলা হয়েছে, দাবি মেনে নেয়া হবে আশ্বাস দিয়েছে। যদি দাবি আদায় না হয়, তাহলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে, কক্সবাজার শহরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.