আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
শ্রমিক বিক্ষোভে অচল চন্দ্রা-নবীনগর সড়ক
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২৪
বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো, পানিশাইল এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। আন্দোলনের জেরে বন্ধ রয়েছে চন্দ্রা-নবীনগর মহাসড়ক। টানা চারদিন ধরে অচল এ সড়কে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।
মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরীর সারাবো, পানিশাইল ও চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডরিন ফ্যাশন ও আইরিশ ফ্যাশন কারখানা শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। এসময় শ্রমিকরা ব্যস্ততম চন্দ্রা-নবীনগর সড়কের দুপাশে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
এদিকে টানা চতুর্থদিন ধরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চালাচ্ছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শ্রমিকরা বলছেন গত এক মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
অপরদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা দুটি কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে পার্শ্ববর্তী আইরিশ ও ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরাও সকাল থেকে আন্দোলন শুরু করেছেন।
আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক মামুন খান তোফায়েল হোসেন বলেন, ‘গত কয়েকদিন আগে হঠাৎ কারখানা বন্ধ করে দেয়। তারপর দুইদিন আগে খোলার পর হঠাৎ ওইদিন বিকালেই আবার বন্ধ ঘোষণা করে। মালিকপক্ষ এসব কেন করতেছে তা বুঝতে পারছি না।’
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতোই তারা আজও সড়ক অবরোধ করেছে। তারা সারাদিন অবরোধ করে রেখে স্বেচ্ছায় রাতে সড়ক ছেড়ে দেয়। বেতন না পেলে সড়ক থেকে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষও বেতন দিবেন এমন কোনো আশ্বাস এখন পর্যন্ত দেয়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.