স্টাফ রিপোর্টার : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) থাকা লে. কর্নেল পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।
মঙ্গলবার তারা বাহিনীতে ফেরত যাবেন। এরই মধ্যে তাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাহিনীতে ফেরত যাওয়া পাঁচ কর্মকর্তা হলেন— র্যাব সদর দপ্তরের কমিউনিকেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ, গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সাইফ, অপারেশন উইংয়ের পরিচালক লে. কর্নেল আব্দুর রহমান, র্যাব-৫ এর অধিনায়ক ফিরোজ কবীর এবং র্যাব-১১ অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।
সূত্র বলছে, সম্প্রতি সেনাসদর এই পাঁচ সেনা কর্মকর্তাকে র্যাব থেকে সরিয়ে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে পদায়ন করে। সোমবার তাদের শেষ কার্যদিবস ছিল। আজ তারা নিজ বাহিনীতে যোগ দেবেন।
এদিকে খালি হওয়া পদগুলোতে নতুন করে কোনো কর্মকর্তা এখনো পদায়ন করা হয়নি।
জানা গেছে, লে. কর্নেল মোস্তফা আহমেদ একসময় র্যাব-৬ এর অধিনায়ক ছিলেন। পরবর্তীতে তাকে র্যাব-১ এর অধিনায়ক করা হয়। সর্বশেষ তিনি কমিউনিকেশন উইংয়ের দায়িত্ব পান।
লে. কর্নেল আব্দুর রহমান ২০২২ সালের সেপ্টেম্বরে র্যাব-৯ এর অধিনায়ক হন। একই বছর তাকে র্যাব-৪ এর অধিনায়ক করা হয়। চলতি বছরের জুলাইয়ে তাকে র্যাব সদরদপ্তরের অপারেশন উইংয়ের পরিচালক করা হয়।
লে. কর্নেল সাইফুল ইসলাম সাইফ একসময় কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক ছিলেন। গতবছরের জুনে এই সেনা কর্মকর্তাকে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক করা হয়।
এছাড়া র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা ২০২১ সালের মে মাসে তার দায়িত্ব পান।
এদিকে চলতি বছরের এপ্রিলে র্যাব-৩ এর অধিনায়ক হন লে. কর্নেল ফিরোজ কবীর। এর আগে তিনি র্যাব-৬ এর দায়িত্বে ছিলেন। পরে জুলাইয়ে তাকে বদলি করে রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক করা হয়।