আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনার ঈশ্বরদীতে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পাকশীর রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়ালিফ হোসেন মানিক (৩৩) ঈশ্বরদী পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয় ওয়ালিফ হোসেন মানিক। রাস্তায় যেতেই ৮ থেকে ১০ জন মানিককে গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ২০২৩ সালে ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মী মনা হত্যাকাণ্ডের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

Exit mobile version