আজ
|| ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সাংবাদিক ইউনিয়ন না.গঞ্জ‘র উদ্যোগে সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মরণসভা
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন‘র (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর স্বরণসভা করেছে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ‘র সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, দপ্তর সম্পাদক আবু বকর, ডিএফইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, ভেবেছিলাম পট পরিবর্তনের পর সরকারের সহযোগিতায় বন্ধ মিডিয়া গুলো খুলে দেওয়া হবে,কিন্তু এটা কি আমরা দেখছি। এখনও বন্ধ মিডিয়া গুলো খুলে দেওয়া হয়নি। অনেক সাংবাদিকদের এটার সাথে রুজি-রোজগারের সর্ম্পক, অনেক সাংবাদিক ভাই আছে তারা অভিজ্ঞ হয়েও চাকরী পায়নি।
তিনি বলেন, অনেক জায়গায় এখনো ফ্যাসিস্টরা বসে আছে। এখনো চাকরী করতাছে, এরা কিভাবে বিভিন্ন চ্যানেলে নেতৃত্ব দিতেছে এটা আমাদের কাছে অবাক লাগে। অবিলম্বে এই ফ্যাসিস্টদের মিডিয়ার জগত থেকে দূর করতে হবে। আমরা আপনারের সময় বেধে দিতে চাই না, তবে এটুকু বলতে চাই অবিলম্বে ফ্যাসিসদেরকে সরিয়ে দেন। আমাদের মিডিয়া গুলো উদ্ধার করার জন্য, আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য যা যা করনীয় তা করব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.