আজ
|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
যা থাকতে পারে প্রধান উপদেষ্টার ভাষণে
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২৪
একশ’ দিন পার করে ফেলেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে নানা চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। এরমাঝেও ছিল নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা। নেয়া হয়েছে সংবিধান-পুলিশ-গণমাধ্যম সংস্কারের মতো সুনির্দিষ্ট কিছু কার্যক্রমও।
এমন পরিস্থিতিতে আজ (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর আসার পর থেকেই অনেকের আগ্রহ, কী থাকছে তার ভাষণে?
জানা গেছে, বিগত ১০০ দিনে সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরবেন ড. ইউনূস। সরকারে আসার পর সংকটময় মুহূর্ত তারা কীভাবে পাড়ি দিলেন, তার একটি টিত্র থাকতে পারে ভাষণে।
এছাড়া জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যার দায়ে অভিযুক্তদের বিষয়েও আরও স্পষ্ট অবস্থান ও সুনির্দিষ্ট পদক্ষেপ সর্ম্পকেও কথা বলতে পারেন প্রধান উপদেষ্টা। থাকার কথা আহতদের সুচিকিৎসা নিশ্চিতের বিষয়টিও।
দ্রুত নির্বাচন আয়োজন ইস্যুতে দু-একটি রাজনৈতিক দল সোচ্চার। তাদের দাবি, সংস্কার কার্যক্রম শেষ করে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। সে বিষয়েও অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান ব্যক্ত করতে পারেন প্রধান উপদেষ্টা।
এছাড়া ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারেও একটি রূপরেখা থাকতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.