আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় রাস্তা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের ধারণা হত্যা করা হতে পারে, তবে পুলিশের দাবি সড়কে দুর্ঘটনা। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম।

নিহত ব্যাক্তির নাম মো. ইমেন আলী (৫২)। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। তার পরনে পড়নে সাদা পায়জামা ও গোলাপি রঙের শার্ট ছিলো। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত ইমেন আলী মাছ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভার পাসের উপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের সাথেই জাতীয় পরিচয়পত্র থাকায় আমরা তার পরিচয় শনাক্ত করেছি।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করি। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জি ভাঙা ছিল। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

তিনি আরও বলেন, আমরা প্রথামিক ভাবে একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করছি। ইতোমধ্যে নিহতের পরিবারের সাথে কথা বলেছি। তারা পথিমধ্যে আছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Exit mobile version