আজ বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জালাল উদ্দিন নামে একজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (১৬ নভেম্বর) সকালে মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে একই ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার রাতে এলাকার ইসলামী জলসা নিয়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে শনিবার সকালে হেমায়েতপুর বেতেপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর জালাল উদ্দিনসহ কয়েকজন মোটরসাইকেলযোগে আবারও ঘটনাস্থলে গেলে মুন্তাজ গ্রুপের লোকজন জালাল উদ্দিনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করে।

আহত অবস্থায় জালাল উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

Exit mobile version