আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
লভ্যাংশ-মুনাফায় সর্বোচ্চ রেকর্ড রাষ্ট্রায়াত্ব ৩ অয়েল কোম্পানির
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব চার অয়েল কোম্পানির মধ্যে এ পর্যন্ত তিনটি কোম্পানি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২টি কোম্পানি রেকর্ড সর্বোচ্চ লভ্যাংশ ও মুনাফা ঘোষণা করেছে।
লভ্যাংশ ঘোষণা করা তিন কোম্পানি হলো-পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন লুব্রিকেন্ট। কোম্পানিগুলোর মধ্যে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম রেকর্ড সর্বোচ্চ লভ্যাংশ -মুনাফা ঘোষণা করেছে। কোম্পানিগুলো আগের বছরও রেকর্ড লভ্যাংশ ও মুনাফা দিখিয়েছিল। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বাকি যমুনা অয়েল সমাপ্ত অর্থবছরের জন্য এখনো লভ্যাংশ ঘোষণা করেনি। তবে কোম্পানিটি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৩ থেকে মার্চ’২৪) রেকর্ড সর্বোচ্চ মুনাফায় রয়েছে। আশা করা যায়, এটিও এবছর রেকর্ড সর্বোচ্চ লভ্যাংশ ও মুনাফার দেখাতে পারবে।
পদ্মা অয়েল
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য পদ্মা অয়েল ১৪০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩১ টাকা ৫৬ পয়সা। আগের বছর যা ছিল ২০৩ টাকা ৪৬ পয়সা।
আগামী ১১ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
মেঘনা পেট্রোলিয়াম
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য মেঘনা পেট্রোলিয়াম ১৭০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৬০ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ টাকা ১১ পয়সা। আগের বছর যা ছিল ৪০ টকাক ৮৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩৪ টাকা ১২ পয়সা। আগের বছর যা ছিল ২০০ টাকা ১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
ইস্টার্ন লুব্রিকেন্ট
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ন লুব্রিকেন্ট ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ । আগের বছর কোম্পানিটি ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। যার মধ্যে ছিল ৬০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১৯ টাকা ৮১ পয়সা (রিস্টেটেড)।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে (এনএভিপিএস) ১৯০ টাকা ৮৭ পয়সা। আগের বছর যা ছিল ১৮৮ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.