আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রায়েরবাজারে ১২৭ শহীদের গণকবর শনাক্ত: সমন্বয়ক রিফাত রশীদ
প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৪
গণঅভ্যুত্থানে শহীদ ১২৭ জনের গণকবর ঢাকার রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে তিনি তা জানিয়েছেন।
সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। যে গণহত্যা চালিয়েছে, তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ডিএনএ টেস্টসহ আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে পরিচয় শনাক্ত করে তালিকা তৈরি করতে অন্তবর্তী সরকারের প্রতি দাবি তোলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে স্বীকৃতি দিচ্ছে না। মুজিববাদকে ধারণ করছে। এখনও বিশ্বাস করতে চাই, রাজনৈতিক দলগুলো জনআকাঙ্খাকে সম্মান করবে।
রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও এ সময় অভিযোগ করেন রিফাত রশীদ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.