রূপগঞ্জে লেক থেকে পলিথিনে মোড়ানো ৭ টুকরো লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি শিল্পপতি জসিম উদ্দিন মাসুম (৬২)। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
এর আগে, সকালে উপজেলার কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের এক লেক থেকে ওই খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়।
শিল্পপতি জসিম উদ্দিন মাসুম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী ইসলাম জানান, আমরা বুধবার যে খণ্ডিত লাশ পেয়েছিলাম, তার পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় আমরা অভিযান পরিচালনা করেছি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।