আজ
|| ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
উপদেষ্টা হবার প্রস্তাব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৪
বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার। এরইমধ্যে নাম শোনা যাচ্ছে একাধিক জনের। সে তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর।
বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার নিকটজনের কাছ থেকেই। তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল। তিনি প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া, ব্যবসায়ী শেখ বশির উদ্দিনও উপদেষ্টা হচ্ছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়ানো হবে। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.