আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

 

স্টাফ রিপোর্টার : সারা বিশ্ব জুড়েই চলছে নতুন নতুন প্রতিভা খোঁজার অনুষ্ঠান।বাংলাদেশেও সেই পালে হাওয়া লেগেছে। এবার প্রথমবারের মত জাপানের থাই ম্যাসাজ প্রতিযোগিতায় আমন্ত্রণ পেলেন বাংলাদেশের যুবক এস আই সাইমন। তিনি সাইক ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি থেকে ফিজিওথেরাপির উপর চার বছরের ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি গুলশানের এবং এশিয়ার সর্ব বৃহত্তম মেন্স সেলুন এডোনিস মেনস্ গ্রুমিং সেলুনে স্পোর্টস এন্ড ম্যাসাজ থেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন। ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় এর আগে বাংলাদেশ থেকে কেউই অংশ নেননি।

সাইমন চলতি বছরের মে মাসে ওর্য়াল্ড এসোসিয়েশন অফ নোয়াদ থাই চ্যাম্পিয়নশিপে (থাইল্যান্ড) অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় তিনি ২৭ টি দেশের মধ্যে স্পোর্টস ক্যাটাগরিতে ২৩ তম হয়েছেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ভাবে ম্যাসাজ থেরাপি নিয়ে বাংলাদেশকে নতুন ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্ব দরবারে।

সাইমন জানান, ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে আগে কখনও বাংলাদেশের পতাকা ছিল না। আলহামদুলিল্লাহ্ আমি নিজে বাংলাদেশের পতাকা তাঁদেরকে দিয়ে আসছি। এরপর রোমানিয়া, ইতালি, জর্জিয়া থেকে আমন্ত্রণপত্র আসে কিন্তু সম্প্রতি দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে তিন দেশের একটি প্রতিযোগিতায়ও আমি অংশগ্রহণ করতে পারেনি।এরপর জাপান থেকে আমাকে আমন্ত্রণ করা হয় আগামী ৩০ নভেম্বর।

তিনি আরও জানান, জাপানের একটি আন্তর্জাতিক ম্যাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপ হবে। আমি আশা করছি ইনশা-আল্লাহ দেশের মুখ উজ্জ্বল করে লাল সবুজের পতাকা তুলে ধরব। বাংলাদেশে ম্যাসাজ থেরাপি একটি নেগেটিভ মার্কেটিং তৈরি হয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখ জনক। আমি চাই যদি এর সঠিক এবং সুষ্ঠু প্রচার হয় তাহলে বাংলাদেশে বেকারত্ব দূর হবে। এছাড়া যারা এই সেবাটা নিতে চায় তারাও স্বাচ্ছন্দ্য ভাবে চিকিৎসা হিসেবে সেবা নিতে পারবে।

উল্লেখ্য, এস আই সাইমন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের সুবহান মিয়ার সপ্তম সন্তান।

Exit mobile version