আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে নগরীর কালিরবাজারে অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ১৯ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

সোমবার ৪ (নভেম্বর) জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার রাহাত উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ জানান, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় খান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। তবে এছাড়াও সদর উপজেলায় আরো ১০টি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু কোন পলিথিন শপিং ব্যাগ দেখতে পাওয়া যায়নি। এ দোকানগুলোতে কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে দেখা গেছে। দোকানদারা আমাদের জানিয়েছেন, ১ নভেম্বর থেকে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে তাঁরা ইতোমধ্যে জেনেছেন। অভিযানে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে।’

Exit mobile version