আজ
|| ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
মাইনাস টু ফর্মুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৪
মাইনাস টু ফর্মুলা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ভিত্তিহীন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এমন বক্তব্য অহেতুক বিতর্কের সৃষ্টি করে। সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, মাইনাস টু ফরমুলার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই।
ফরিদা আখতার বলেন, গণআন্দোলনে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হয়েছে, সেটি রক্ষা করাই আমাদের মূল কাজ। ‘মাইনাস টু’ এসব তো ২০০৭-৮ সালের ওয়ান-ইলেভেনের সময়ের কথা। এটিকে রিপিট করা এই সরকারের এজেন্ডা না। তিনি বলেন, বিএনপি যে অভিযোগ করেছে, তারাই প্রমাণ করুক সরকার মাইনাস টু ফর্মুলার পথে হাঁটছে।
এর আগে, রোববার (৩ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা বা চক্রান্ত করতে যাবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এটা কেউ চিন্তাও করবেন না। একবার বিরাজনীতিকরণের ‘মাইনাস টু’ করার চেষ্টা করা হয়েছিল। আবারও ওই ফর্মুলার মতো ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তাও করবেন না।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.