আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা পাচারকালে মিছবাহ উদ্দিন রিয়াদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৭শ ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে র‍্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মিছবাহ উদ্দিন রিয়াদ কক্সবাজারের উঁখিয়া থানাধীন থাইংখালী এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে।

র‍্যাব জানায়, আসামি রিয়াদের স্বীকারোক্তি ও দেখানো মতে তার সাথে থাকা ব্যাগের ভিতর হতে ১৪ টি সাদা রংয়ের এয়ারটাইপ পলিব্যাগ উদ্ধার করা হয়। এরপর সেই পলিব্যাগ গুলোর ভেতর থেকে ২হাজার ৭শ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষী ও র‌্যাব সদস্যদের সামনে আসামি মিছবাহ উদ্দিন রিয়াদ জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে অর্থের লোভে দীর্ঘদিন বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ এর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানা, কক্সবাজারের উখিয়া থানা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক রয়েছে বলে র‍্যাব জানায়।#

Exit mobile version