আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নিজের ফেরা নিয়ে যা জানালেন তামিম
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
আবারও কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল? দেখা যাবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এমন গুজব আর গুঞ্জন যখন ক্রিকেট পাড়ায় তখন যমুনা টিভির কাছে নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশসেরা এই ওপেনার। স্পষ্টত জানিয়ে দিলেন বিপিএলে ফেরাই তার একমাত্র লক্ষ্য।
এমনকি জাতীয় দলে ফেরা নিয়ে কারো সঙ্গে কোনো কথাও হয়নি বলে দাবি তামিমের। সেই সাথে বিসিবির পরিচালক হওয়াটা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা, সমাধানের পথ, শান্তর অধিনায়কত্ব, পঞ্চপান্ডবের অবসর নিয়ে যমুনার বিশেষ প্রতিনিধি তাহমিদ অমিতের সাথে কথা বলেছেন তামিম। ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব প্রকাশ করা হলো যমুনার দর্শক ও পাঠকদের জন্য।
তামিমকে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যৎ কী? জবাবে এই ওপেনার বলেন, ‘আমি যা বলবো তার পুরোটা গণমাধ্যমে হুবহু প্রকাশ করতে হবে। আমি কী বলবো তার কাটিং অংশ প্রকাশ করবেন না।’ এরপর বলেন, আমি দলে ফিরছি- এসব মিডিয়ার করা। আমি দলে ফিরছি না, এটাও আপনাদের (মিডিয়ার) করা। আমি একবারও কি বলেছি দলে ফিরছি, কিংবা দলে ফিরবো না? মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা ইউটিউবে কনটেন্ট করেন তারা এমনভাবে সাজিয়ে নাটক করছেন, যেন মনে হয় আমি বোর্ডের সাথে মজা নিচ্ছি। বলেন, ওরা নিজেদের মতো করে গল্প সাজায়, রেপুটেশন (সুনাম) খারাপ করে আমার। যেখানে আমি কোনো কমেন্টই (মন্তব্য) করছি না।
সবাইকে অনুরোধ জানিয়ে তামিম বলেন, সবাইকে অনুরোধ করবো, আমার ফেরা বা না ফেরা নিয়ে যতক্ষণ না আমার মুখ থেকে কোনো স্টেটমেন্ট শুনছেন ততক্ষণ কিছু বিশ্বাস করেন না। আরেকটি বিষয়, আমি দলে ফিরতে চাইলেই যে, দল স্বাগত জানাবে তা-ও তো না। যদি বোর্ড-নির্বাচকরা মনে করেন আমার প্রয়োজন, তারপর তো আমি ফিরতে চাই কিনা সেটাও তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত……। এখন যেটা হচ্ছে, শেষ তিন-চার মাস দেখছি আমাকে অধিনায়ক বানিয়ে দেয়া হচ্ছে, আবার দলে নেয়া হচ্ছে আবার ফেরাতে চায় না- সবকিছুই কিন্তু বুঝতে পারছেন কারা তৈরি করছে। এসবের একটাতেও কিন্তু আমার মন্তব্য খুঁজে পাওয়া যাবে না।
প্রশ্ন করা হয় তামিম দলে ফেরা কিংবা না ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? জবাবে সাবেক এই ওপেনার বলেন, এ ব্যাপারে কারো সাথে আলোচনা হয়নি। কারোর সাথে কখনো কথাও বলিনি। আমি এখন ব্যাটিং শুরু করেছি বিপিএলের কথা মাথায় রেখে। বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছি। এর বাইরে এই মুহূর্তে মাথায় আর কিছু নেই।
তামিমের ব্যাটিং অনুশীলন দেখে নানা গুঞ্জন তৈরি হচ্ছে। এটি নিয়ে তিনি বলেন, আমি তো বলিনি জাতীয় দলের জন্য তৈরি হচ্ছি। কিংবা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের জন্য তৈরি হচ্ছি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
প্রশ্ন করা হয়, ক্যারিবীয় সফরের জন্য তামিম ব্যক্তিগতভাবে তৈরি হতে চান কিনা, এর জবাবে তামিম বলেন, এই মুহূর্তে এই ধরনের কোনো পরিকল্পনা নেই। একদম পরিষ্কার জবাব, আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছি।
এরপর প্রশ্ন করা হয়, অনেকের মুখে আলোচনা তামিম পরিচালক হয়ে বোর্ডে যাচ্ছেন। বিষয়টি নিয়ে তামিমের জবাব কী? এবার তিনি বলেন, আমি ক্রিকেট বোর্ডে আসছি এসব কারা তৈরি করলো? আমি বিষয়টি আবারও রিপিট করছি, আমার মুখ থেকে এমন কিছু শোনা গেছে কখনো? এরপর পাল্টা প্রশ্ন করা হয়, তামিম ভবিষ্যতে বোর্ডের দায়িত্বে আসবেন কিনা? তবে এ প্রশ্ন এড়িয়ে তিনি এখন বিপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন বলে ডিপ্লোম্যাটিক জবাব দেন তামিম ইকবাল খান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.