‘শ্রমিকদের সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতই আচরন করা হচ্ছে ‘
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৪
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে ওই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম বাবুল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য জাকির হোসেন, আ. ছালাম, এ কে এম আনিসুজ্জামান, মো. রাকিব, আওলাদ হোসেন ও মো. তাইজুল প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ৩ জন শ্রমিক গুলি করে হত্যা করেছে। রেশন, বাসস্থান ও মজুরি বৃদ্ধিসহ শ্রমিকদের কোন দাবি তারা বিবেচনায় নিচ্ছে না। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নেই। বন্ধ কারখানা চালু করার কোন বাস্তব পদক্ষেপ নেই। কোন আন্দোলন হলেই সেখানে গুলি চালানো হচ্ছে। শ্রমিকদের সাথে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের মতই আচরন করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন এগুলো আর সহ্য করা হবে না। গার্মেন্ট শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে। কারখানা ভিত্তিক রেশন দিতে হবে। বাসস্থান দিতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। দাবি বিবেচনায় না নিলে আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নেব।
সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com