আজ
|| ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
জেলহত্যা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৩ দাবিতে পদযাত্রার ঘোষণা সোহেল তাজের
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২৪
জেলহত্যা দিবসে তিন দফা দাবিতে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ। পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি দেবেন তিনি। সোহেল তাজের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
তার দাবিগুলো হচ্ছে, ১৯৭১ সালের ১০ এপ্রিল, স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, তাই দিনটিকে ’প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে, ৩রা নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পাঠ্যপুস্তকে এবং সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।
সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ৩ নভেম্বর কলঙ্কময় জেলহত্যা দিবস। দেখতে দেখতে ৪৯ বছর পার হয়ে গেল অথচ এখন পর্যন্ত জাতির এই ৪ বীর যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম, আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো স্বীকৃতি নেই। এটি মেনে নেয়া যায় না।
তিনি বলেন, ৩ নভেম্বর (রোববার) বিকেল সাড়ে ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেবো। পরে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবো। তার এই কর্মসূচিতে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ও বৈষম্যবিরোধী চেতনায় বিশ্বাসী সকলকে অংশগ্রহণ করার আহবান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.