আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
‘ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও আইসিটি খাতে আর্থিক অনিয়ম বেশি’
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৪
শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যাংক, জ্বালানি, ভৌত অবকাঠামো ও আইসিটি খাতে সবেচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
ড. দেবপ্রিয় জানান, তৎকালীন সময়ে মেগা কাঠামোর নামে অতি মূল্যায়িত প্রকল্প হাতে নেয়া হয়েছে। সরকারি তথ্য-উপাত্ত নিয়েও সংশয় আছে। অনেক সরকারি কর্মকর্তা বিগত সরকারের চাপে সঠিক তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা পর্যালোচনা করা হবে। বাজেটের আগে সরকারকে অর্থনীতি নিয়ে পরামর্শ দেবে এই কমিটি। কাজ শেষে এ কমিটি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন দাখিল করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.