আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

 

স্টাফ রিপোর্টার : সিরাজদিখান উপজেলা খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির মুন্সিগঞ্জ ও ঢাকা জেলা দক্ষিন শাখার উদ্যোগে জাতীয় মহাসন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নবুয়ত সংরক্ষণ কমিটির জাতীয় মহাসম্মেলন সভাপতিত্ব করেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, অতি দ্রুত তাদের অমুসলিম ঘোষণা না করা হলে এ দেশের আলেম-ওলামারা পুরো দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। আমরা কোন আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু রাসুলের সঙ্গে বেয়াদবি আমরা বরদাশত করব না। আমরা আশা করি সরকার দায়িত্বশীল কাজ করবে এবং এদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দিবে না।তিনি বলেন, ধৈর্য্যের একটা সীমা আছে, আমরা বছরের পর বছর অপেক্ষা করতে পারব না। যদি কাদিয়ানীদের দ্রুত অমুসলিম ঘোষণা করা না হয় তাহলে দেশবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।
সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল- কুরাইশী।এসময় আরো উপস্থিত ছিলেন, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, ঢালকা নগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ,মুফতি নূর হোসেন নূরানী, মাওলানা নাজমুল হাসান , মুফতি মুহিউদ্দিন মাসুম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দেশ বরেণ্য আলেমগন উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

Exit mobile version