আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক থামার নামই নেই। সোমবার (২৮ অক্টোবর) প্যারিসের থিয়েটার দু শাতলেতে যেন প্রথার বাইরে হেঁটেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। যেখানে সবচেয়ে বেশি আলোচনায় থাকা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি।

ম্যানচেস্টার সিটির কিংবদন্তি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো রদ্রিকেই যোগ্য দাবিদার হিসেবে দাবি করেছেন। একই সঙ্গে রিয়াল মাদ্রিদকে দুই কথা শুনিয়ে দিতেও দেরি করেননি।

আগুয়েরো বলেন, রদ্রি বিশ্বের সেরা খেলোয়াড়। পুরস্কারটা আসলে ওপর প্রাপ্য ছিল। দেখুন, ফুটবল খেলাটা শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয়। এটা সবার খেলা। সবকিছুই ওরা (রিয়াল মাদ্রিদ) নিজেদের সম্পত্তি মনে করে!

যদিও এবার পুরস্কারটি জয়ের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছিল ভিনিসিয়ুসকে। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপে ফ্রান্স ফুটবল- এর প্রধান সম্পাদক ভাঁনসা গাসসিয়া বললেন, ক্লাব সতীর্থ বেলিংহ্যাম ও কারভাহাল শীর্ষ পাঁচে থাকার কারণে ভোটাভুটিতে কিছু পয়েন্ট কম পেয়েছেন ভিনিসিয়ুস।

অপরদিকে, স্পেনের হয়ে ইউরো জয়ের পাশাপাশি আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন তিনি।

Exit mobile version