আজ বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সঙ্গে বুধবার (৩০ অক্টোবর) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, আমরা এখনো বিষয়টি নিয়ে আলোচনা করছি। প্রস্তাবটি পরীক্ষা করছি। আগে বুঝতে হবে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিষয়ে আমরা সম্মত হয়েছি কি না।

গতকাল সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের একটি কার্যালয় স্থাপন করা হবে শিগগিরই। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছে।

বাংলাদেশে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের লিখিত চিঠি দেননি ভলকার তুর্ক। তবে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবেই পর্যবেক্ষণ করছি। বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পূর্ণ সমর্থন আছে। বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন অংশীজনের সাথে আলচনাও চলছে।

Exit mobile version