আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সমন্বয়ক পরিচয়ে চাঁদা আদায়কালে আটক ৩
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
জামালপুরের সরিষাবাড়ীতে রিফাত হাসান, সিফাত মিয়া, বৈশাখী খাতুন নামে তিন শিক্ষার্থী সমন্বয়ক সেজে প্রতারণমূলক অর্থ আদায়কালে জনতার হাতে তিন ভুয়া সমন্বয় আটক হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় তাদেরকে আটক করে জনতা।
পরে তারা সমন্বয়ক কিনা বিষয়টি নিশ্চিত করতে সরিষাবাড়ী পৌর সভার ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া সমন্বয়ক হিসেবে প্রতীয়মান হলে তাদেরকে সরিষাবাড়ী থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে সরিষাবাড়ী থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
আটক সিফাত মিয়া ব্রাহ্মণ জানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, রিফাত হাসান সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সরর্বান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, বৈশাখী আক্তার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
ওই শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আকুল মিয়া নামে সমন্বয়ক পরিচয়দানকারীর পরামর্শক্রমে তারা ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর নামে এ অর্থ আদায় করে আসছিল। তারা সবাই সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, তিন সমন্বয়কের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়নি। তারা ভবিষ্যতে এহেন কর্মকাণ্ডে করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের পরিবারের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.