জামায়াতের মতো আ. লীগের ওপর যাতে জুলুম না হয়: শফিকুর রহমান
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৪
আওয়ামী লীগ যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার সুষ্ঠু বিচার হতে হবে। ন্যায় বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে তাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। তবে জামায়াতের ওপর যে জুলুম করা হয়েছে তা যেন আওয়ামী লীগের ওপর করা না হয়। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্দোলনে নিহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর বাংলাদেশ পথ হারিয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। আওয়ামী লীগ দুর্নীতি, লুট করে দেশে টাকা পাচার করেছে। তাই দেশে থাকার নৈতিক সাহস তারা হারিয়েছে। এ সময় জাতীয় ঐক্য মজবুত করা গেলে কোনো ষড়যন্ত্রে দেশকে ভাগ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিপ্লবে নিহত সবার ইতিহাস পাঠ্যবইয়ে যুক্ত করতে হবে। নিহত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে অগ্রাধিকার দিতে হবে। এ সময় আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার ঘোষণাও দেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com