আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁও উপজেলায় এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী।

নিহত প্রাইভেটকার চালকের নাম মোহাম্মদ হানিফ। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে। প্রাথমিকভাবে ধরাণা করা যাচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর তার প্রাইভেটকার নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

Exit mobile version