বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৭ জনের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের হয়েছে। সেই সাথে আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাতে হাফেজ মো. হোসাইন আহমেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, শেখ রেহানা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, এমপি পুত্র অয়ন ওসমানসহ অনেকে।
মামলায় বাদী অভিযোগ করেন, ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এর পূর্ব পাশের মদিনা কোল্ড স্টোরেজের সামনে মহাসড়কে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষন শুরু করে। এসময় মো. হোসাইন আহমেদ গুলিবিদ্ধি হয়ে গুরুতর আহত হন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com