কেউ চাইলেও জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে পারবে না। কারো কথায় নয়, জাতীয় পার্টিকে প্রত্যাখান যদি কেউ করে, সেট দেশের জনগণ। নির্বাচনেই এর প্রতিফলন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে উপজেলা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
জাপা মহাসচিব বলেন, সামনের নির্বাচন দলের জন্য পরীক্ষা। আগামী নির্বাচনে মানুষের কাছে যেতে চায় জাপা। বিদ্যমান আইনে নির্বাচন হলে, শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আনার কথাও বলেন তিনি।
সংবিধানের যে ধারার কারণে প্রধানমন্ত্রী, ক্ষমতাসীনরা স্বৈরাচার হয়ে যায়, সেই সমস্ত ধারা সংশোধনের দাবিও জানান মুজিবুল হক চুন্নু। বলেন, নির্বাচনের সময় প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী ইসির কথা না শুনলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা যেন নিতে পারে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই আইন করতে হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com