সালমানের টাকা লোপাটের অভিযোগের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে দুদকের চিঠি
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে থাকা ৩৬ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে দুদক।
মঙ্গলবার (২২ অক্টোবর) সংস্থাটির সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠি ৬৩ ব্যাংকে পাঠানো হয়। একইসাথে রাজউক, গৃহায়ণ কতৃপক্ষ, ঢাকা-গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে তথ্য চেয়েছে সংস্থাটি।
দুদকে সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, শেয়ার কারসাজি করে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা লোপাট ও অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ৩৬ হাজার কোটি টাকা ঋণের লোপাট করে বিদেশে পাচার করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com