জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হতাহতদের ক্ষতিপূরণ কেনো নয়- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।
রিটে বলা হয়, সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের যে তালিকা করা হয়েছে তা পূর্ণাঙ্গ নয়। যারা তালিকায় নেই, তারা চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য কোথায় যোগাযোগ করবে, তা নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসা এবং ক্ষতিপূরণ প্রদানে সরকারের পদক্ষেপ আরও জোরালো করতে বলা হয়।
ক্ষতিগ্রস্ত না হয়েও, কেউ যেন এই সুযোগের অপব্যবহার করতে না পারে, সেজন্য বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার কথাও উল্লেখ করা হয় রিটে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রওশন আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জোনরেল মোহাম্মদ শফিকুর রহমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com