আজ
|| ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
জাতীয় পার্টির বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়: জি এম কাদের।
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৪
রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না ডাকা সেটা অন্তবর্তী সরকারের ব্যাপার। তবে জাতীয় পার্টির বিরুদ্ধে যেসব অভিযোগ এনে ডাকা হয়নি সেটা ঠিক হয়নি— এ কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, গণহারে মামলা দেয়া আর মব জাস্টিসের নামে বিচারবহির্ভুত হত্যায় অন্তবর্তী সরকার জড়িত নয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বর্তমান সরকারকে সময় দেয়ার কথা জানান তিনি। দুই থেকে তিন মাস খুব বেশি সময় নয় বলেও এ সময় উল্লেখ করেন জাপা চেয়ারম্যান।
তিনি অভিযোগ করেন, ৯০ এর পরে যারা ক্ষমতায় এসেছে, তারাই জাতীয় পার্টিকে ধ্বংসের চেষ্টা করেছে। বিএনপি করেছে হামলা-মামলা করে, আর আওয়ামী লীগ করেছে দলের মধ্যে বিভক্তি তৈরি করে।
শুধু আওয়ামী লীগ না, কোনো দলকেই জাতীয় পার্টি নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছেন জি এম কাদের। তার মতে, কেউ অপরাধ করলে বিচারের আওতায় আনা হোক।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.