সিদ্ধিরগঞ্জে গোদনাইল মেঘনা ডিপো কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪
সিদ্ধিরগঞ্জে গোদনাইল মেঘনা ডিপোর সহকারী ম্যানেজার (অপারেশন্স) কর্মকর্তা করুন কান্তি হাওলাদারের অসদারণে শ্রমিক কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ কর্মকর্তার আচরণের কারণে কর্মচারীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন গোদনাইল মেঘনা ডিপোর সংশ্লিষ্ট কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক গোদনাইল মেঘনা ডিপোর ড্রাইভার শ্রমিকবৃন্দ জানান, বেশ মাস ধরে আমাদের সঙ্গে নানা ধরনের অগ্রহণযোগ্য আচরণ করলেও বর্তমানে প্রতি মুহূর্তে তার এ খারাপ আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার রূঢ় আচরণের ফলে আমরা আতঙ্কে দিন পার করছি, যা দিনে দিনে আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছে।ডিপোতে কর্মরত হেলপাররা জানান, করুন স্যার আমাদের সাথে সবসময় খারাপ আচরণ করেন। ডিপোতে মাঝের মধ্যে অতিরিক্ত গাড়ীর চাপে সিরিয়াল নিতে এবং ট্যাংকলরী পূর্ণ করে তেল নিতে অনেক সময় লেট হয়ে যায়। এ নিয়ে তিনি প্রায়ই আমাদের সাথে এবং মিটার ম্যানদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। তিনি চান আগে কাজ শেষ করে কিভাবে বাসায় চলে যাওয়া যায়। তিনি নির্ধারিত সময়ের আগে ডিপো থেকে বাসায় চলে যাওয়ার জন্যই মূলত আমাদের সাথে দুর্ব্যবহার করে থাকেন। আমরা শ্রমিকরা ডিপো থেকে এরকম কর্মকর্তার অব্যাহতি দাবী করছি। এ অভিযোগের বিষয়ে জানতে করুন কান্তি হাওলাদারের নম্বরে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায় নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com