আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে নিহত আবু সাঈদের স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে সিজিপিএ ৩ দশমিক ৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। ইংরেজী বিভাগে সাঈদের অবস্থান ১৪তম।

এর আগে, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছিলেন আবু সাঈদ। গত ১৪ অক্টোবর প্রকাশিত ফলাফলে বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রংপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তাকে গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে দেশে-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

Exit mobile version