আজ
|| ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
স্বাভাবিক হচ্ছে না ভারতীয় ভিসা কার্যক্রম: প্রণয় ভার্মা
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪
লোকবল কম থাকায় বাংলাদেশিদের ভারতীয় পর্যটন ভিসা দেয়ার কার্যক্রম এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসার জন্য সীমিতভাবে জরুরি ভিসা চালু রয়েছে।
রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন প্রণয় ভার্মা।
প্রণয় ভার্মা বলেন, ঢাকা-দিল্লি ফরেন অফিস কনসাল্টেশন দ্রুত করতে চায় ভারত। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে দুই দেশ কাজ করছে। এ সময় শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত প্রায় আড়াই মাস ধরে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা দেয়া বন্ধ রেখেছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় দেশটি। তবে শিক্ষা ও চিকিৎসার জন্য খুবই সীমিত আকারে ভিসা দেয়া হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.