আজ
|| ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত হবে’
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হয়েছে। এর মাধ্যমে বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি বিতর্কিত বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথ প্রশস্ত হয়েছে। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে যোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বেশকিছু বিচারপতি জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকা পালন করেছে। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর হওয়ায় সাংবিধানিকভাবে তা নিস্পত্তি করার সুযোগ তৈরি হয়েছে।
আসিফ নজরুল আরও বলেন, বিগত সরকারের আমলে উচ্চ আদালতের বিচারপতিদের জবাবদিহিতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন আগ্রহী ছিল না। আদালত ফরমায়েশী রায় দিতো। তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ও খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়া হয়েছিল। যা বাক স্বাধীনতার বিরোধী ছিল।
সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সবচেয়ে জৈষ্ঠ্য সদস্যের নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত। এখন কেউ অভিযোগ করলেই কাউন্সিল তা আমলে নিয়ে ব্যবস্থা নিতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.