সিদ্ধিরগঞ্জে ৪০ দিন তাকবিরে উলার সহিত জামাতে নামাজ আদায়কারী শিশুদের মাঝে সাইকেল পুরস্কার বিতরন
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
শানে রিসালাত সুন্নি কিশোর যুব সংগঠনের উদ্ধোধন উপলক্ষে জালকুড়ি পশ্চিম উওর খিরত আলী জামে মসজিদে তাকবিরে উলার সহিত জামাতে নামাজ আদায়কারী শিশু ও কিশোরদের মাঝে সাইকেল পুরস্কার বিতরন, জালকুড়ি সমস্ত কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জালকুড়ি পশ্চিম উওর খিরত আলী জামে মসজিদ সংলগ্নে এ পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শানে রিসালাত সুন্নি কিশোর যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে রিসালাত সুন্নি কিশোর যুব সংগঠনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন।
এতে উদ্ধোধন হিসেবে উপস্থিত ছিলেন জালকুড়ি পশ্চিম উওর খিরত আলী জামে মসজিদ উন্নয়ন কমিটির সমন্বয়ক বাবুল প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনা খিরত আলী জামে মসজিদের সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম, শানে রিসালাত সুন্নি কিশোর যুব সংগঠনের সহ-সভাপতি জয়নাল প্রধান, রুহুল আমিন (এমিল) সিকদার ও আলহাজ¦ হাকিম মোহাম্মদ নুরুল ইসলাম প্রমূখ।
উক্ত দোয়া মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ হাফেজ মিজানুর রহমান, হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, হাফেজ মাওলানা জসিম উদ্দিন চাদঁপুরী, হযরত মাওলানা বেলাল আহমেদ, হযরত মাওলানা হেলাল উদ্দিন, আলহাজ¦ হযরত মাওলানা আবদুল হান্নান খাঁন আল আবেদী, হযরত শায়েখ আবু বক্কর আনসারী।
মাহফিল পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন ও ফয়সাল মাহমুদ আশেকী।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, নামাজ আমাদের কে আত্মশুদ্ধি দেয়, নামাজ আমাদের কে খারাপ পথ থেকে দূরে রাখে।
সন্তান কিন্তু প্রথম শিক্ষা গ্রহন করে বাবা,মার কাছ থেকে, একটি কথা মনে রাখবেন আপনি যখন আপনার সন্তানকে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা দেন, কিংবা স্কুল, মাদ্রাসায় শিক্ষা দেন, সর্ব প্রথম নৈতিক শিক্ষাটা কিন্তুু গ্রহন করে বাবা,মার কাছ থেকে।
তিনি আরো বলেন, একটা কথা মনে রাখবেন আমাদের সমাজে কিন্তুু এখন নৈতিকতার অভাব, নৈতিক শিক্ষার অভাব, এই নৈতিক শিক্ষাটা কিন্তুু সন্তানরা বাবা মার কাছ থেকে শিখে। আপনারা সচেতন ছিলেন বলে আপনাদের সন্তানরা এই ৪০ দিন নামাজ আদায় করতে সক্ষম হয়েছে।
আমি আশা করি আপনারা আপনাদের সন্তান কে পাচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য উদ্ধুদ্ধ করবেন এবং নৈতিক শিক্ষা দিবেন।
আমি ঐসবক শিশুদের ধন্যবাদ জানাচ্ছি যারা ৪০ দিন নামাজ আদায় করে এই পুরস্কার অর্জন করেছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com