আজ বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ সরকারের গড়া সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর বলেন, ফ্যাসিবাদী সরকারের এই সিন্ডিকেটের কারণে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।

জামায়াতের আমীর বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে দেশের মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়েছে। তাদের হাত থেকে অবুঝ শিশুও রেহাই পায়নি।

জুলুম চালিয়ে আওয়ামী লীগ পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ জানিয়ে ডা. শফিকুর রহমান, মানবিক দেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

Exit mobile version