কিছুতেই যেন নাগালে আসছে না নিত্যপণ্যের দাম। বাজারে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিভাগীয় জেলা শহরগুলোর কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোন সবজিই। রকম ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকায়।
লাউ, কুমড়ার দরও আটকে আছে ৬০ থেকে ৭০ এর মধ্যে। জাত ভেদে বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। টমেটোর দর হাঁকা হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা।
কোথাও কোথাও কাঁচা মরিচের কেজি আবারও ৪শ’ টাকা ছাড়িয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও গত কদিনের তুলনায় কমেছে ডিমের দাম।
বিভিন্ন পাইকারি বাজারগুলোতে ডিম ১২ টাকা ৬০ পয়সা করে বিক্রি হলেও মুদি দোকানে খুচরা মূল্যে প্রতি পিস ডিম পাওয়া যাচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com