মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কালী মন্দিরে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটেছে। উপজেলার কেয়াইন ইউনিয়নের হাঁজিগাও গ্রামে পাল বাড়িতে বৃহস্পতিবার বিকেলে মন্দিরে আগুনের এ ঘটনা ঘটে।
এবিষয়ে পালবাড়ি রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি শ্রী কমল পাল জানান, দুপুরে মন্দিরে এসে পূজার্চনা করে চলে যান। পরবর্তীতে বেলা পাল সাড়ে ৩ ঘটিকায় মন্দিরে আগুনের ধোঁয়া দেখে মন্দির কমিটির সভাপতি শ্রী কমল পাল কে ডেকে নিয়ে আসেন এবং মন্দিরে প্রতীমার মাথার কিছু অংশ পুড়ে যাওয়া দেখতে পায়। পরবর্তীতে স্থানীয় পূজা পালনকারীদের সহায়তায় পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে মন্দির ঘরের কোন ক্ষয়ক্ষতি হয়নি।আগুনের ঘটনার সংবাদ পেয়ে সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।এদিকে, স্থানীয় পূজা পালনকারী মহিলারা পূজা পালনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে পূজা মন্ডপে প্রবেশ করে ধূপ জ্বালিয়ে পূজার্চনা করে থাকেন। কিভাবে উক্ত আগুনের সূত্রপাত হয় এটি তারা বলতে পারেন না বলে জানান। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কারও অসাবধানতার কারণে উক্ত প্রতীমাতে আগুন লাগতে পারে।
বর্তমানে কেয়াইন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com