আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
তাঁতীবাজারে পূজা মণ্ডপের ঘটনায় আহতদের দেখতে মিটফোর্ডে স্থানীয় সরকার উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন তাঁতীবাজার পূজা মণ্ডপের ঘটনায় আহতদের সাথে দেখা করেছেন।
সেখানে তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। আহতদের চিকিৎসায় যাতে কোন ধরনের অবহেলা করা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে শুক্রবার রাতে দুর্বৃত্তরা একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারলেও সেটি বিস্ফোরিত হয়নি। তবে এ ঘটনায় হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হন। ওই সময় উপদেষ্টা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছিলেন। এ ঘটনার খবর জানার সাথে সাথে স্থানীয় সরকার উপদেষ্টা তাঁতীবাজারের পূজা মণ্ডপটি তাৎক্ষণিকভাবে দেখতে যান । এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সাথে মতবিনিময় করেন।
তিনি দর্শনার্থী ও পূজারীদের আতঙ্কিত না হয়ে নির্ভয়ে উৎসব পালন করার আহ্বান জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পুজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য পূর্বের যেকোনো সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা যায়, পুজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে চারজন আহত হন। আহতদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.