রূপগঞ্জের ইউএনও ঢাকায় বদলি, নতুন ইউএনও সাইফুল ইসলাম
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলকে ঢাকায় সংযুক্ত বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে জারিকৃত প্রজ্ঞাপন হতে এ তথ্য জানানো হয়। সোমবার (২ সেপ্টেম্বর) সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ৪ জন কর্মকর্তার বদলি বা পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেলকে ঢাকায় বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. সাইফুল ইসলামকে পদায়ন করা হয়েছে। এছাড়াও ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুনকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার পদে বদলি এবং রিনাত ফৌজিয়াকে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলা অফিসার পদে পদায়ন করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com