নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতার লাগাম ছুটে যাওয়ার পর থেকেই কঠিন দুই দশক পার করেছে রাজনীতির মাঠের আওয়ামী লীগের কঠিন মিত্র বিএনপি-জামায়াত ও তাদের অন্যান্য জোট সঙ্গীরা। সরকার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের মাটিতে বিএনপি জামায়াতের নেতৃবৃন্দকেই দেখা যেত। হাজারো বাঁধা বিপত্তি পেরিয়ে ওসমান পরিবারের নিয়ন্ত্রিত জেলায় বিরোধী দলগুলোর সরকার বিরোধী আন্দোলন করাটা ছিল অনেকটা চ্যালেঞ্জের মত। সকল ধরনের ভীতিকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে বিএনপি জামায়াত সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক অস্তিত্বের জাগান দিতেন। বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে আসলেও কোন ধরনের সফলতার মুখ দেখতে পারেনি দলগুলো। তবে, আকস্মিক এক গণঅভ্যুত্থান ঘটিয়ে দীর্ঘদিনের দুই মিত্রকে ক্ষমতার কাছাকাছি এনে দিয়েছে ছাত্র-জনতা। বঙ্গভবন থেকে স্বেরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যাওয়ার পর থেকে খোশ মেজাজে দেখা যায় বিএনপির জেলা সভাপতি গিয়াস উদ্দিনসহ অন্যান্য শরীকদলের নেতৃবৃন্দকে।বৈষম্যের বিলোপ ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের নাম করে ছাত্র-নাগরিকের ৩৫ দিনের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন টানা চতুর্থ মেয়াদে দেশ পরিচালনায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলোর মুখে ছিল বাঁধভাঙা আনন্দ আর উচ্ছাস। অন্যদিকে, অভ্যুত্থান পরবর্তী অরাজকতা ও প্রতিশোধমূলক আক্রমণের ভয়ে আওয়ামী লীগের প্রায় সব নেতাই গেছেন আত্মগোপনে। মন্ত্রী- সংসদ সদস্যদের অনেকেই গোপনে দেশ ছেড়েছেন। অপরদিকে, স্বেরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপিসহ শরীক দল গুলোর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে জামিনে বের হয়ে আসতে পারাসহ হাসিনার পতনের মধ্য দিয়ে বাধভাঙ্গা উচ্ছাস বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ১৭ বছর পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের কাছে পরাজয় বরণ করে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে সাথে নিয়ে কুলাঙ্গার নেতাদের। তবে, এখনো যে সকল কুলাঙ্গাররা দেশে রয়েছেন তারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরো বলেন, আমরা এ বিষয়ে দলের নেতাকর্মীদের অবগত করার পর ফুরফুরে মেজাজে আওয়ামীলীগের কুলাঙ্গারদের প্রতিহত করার জন্য রাজপথে রয়েছেন বলে জানিয়েছেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, “দুই যুগ পর স্বাধীনভাবে কথা বলতে পারছি। আওয়ামীলীগের পেটুয়া বাহিনী বিরোধী দলের লোকজনদের যেভাবে হয়রানি করেছে তা ভোলার মত নয় তবুও আমরা নিশ্চুপ রয়েছি। তিনি আরো বলেন, শত শত ছাত্র জনতার রক্ত, জীবনের বিনিময়ে নতুন স্বাধীন দেশে স্বাদ উপভোগ করছি। তবে এখনও আমাদের গণতন্ত্র ফিরে আসেনি। সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আজকে আমাদের বিজয়ের প্রথম ধাপ, পূর্ণ বিজয় হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির সরকার গঠন হলে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com