বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে মহানগর বিএনপির নগদ অর্থ সহায়তা
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (৩১ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন। বিএনপি কেন্দ্রীয় অফিসে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ত্রান কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড জাহিদ হোসেন ও সদস্য সচিব ও যুগ্ম মহাসচিব এ্যাড. আব্দুস সালাম আজাদের হাতে মহানগর নেতৃবৃন্দ বন্যার্তদের জন্য নগদ ৫ লাখ টাকার অর্থ সহায়তা দেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের পাশে আছি, থাকবো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com